শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: পার্থ দে-র মতো আমরাও মানসিক সমস্যায় ভুগি: লোকনাথ।। ওঁর জন্য মায়া হবে: অময়

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ মার্চ ২০২৪ ২১ : ৩১


২০১৫-য় সাড়া ফেলে দেওয়া ঘটনা রবিনসন স্ট্রিট কাণ্ড। যেখানে মৃত দিদি এবং প্রিয় পোষ্যদের কঙ্কাল নিয়ে একা বাড়িতে বসবাস করতেন পার্থ দে। তাঁকে নিয়ে শেষ কবে লেখালিখি হয়েছে? ২০২২-এ। কমলেশ্বর মুখোপাধ্যায় যখন পুরো ঘটনার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ক্যামেরাবন্দি করছেন। তারও আগে এক বছর গভীর গবেষণা। প্রশাসন, পড়শি হয়ে পার্থ দে-র মনোবিদদের সঙ্গে সুদীর্ঘ আলাপচারিতা। তারপর লোকনাথ দে এবং অময় দেব রায়ের ‘পার্থ দে’ হয়ে ওঠা। ডক্যু ফিচার তৈরির পরেও অনেকটা সময় কেটে গিয়েছে। অবশেষে কমলেশ্বরের ‘রবিনসন স্ট্রিট হরর স্টোরি: মিথ ভার্সেস রিয়েলিটি’ ১৫ মার্চ সিরিজ আকারে মুক্তি পাচ্ছে হইচই ওয়েব প্ল্যাটফর্মে। আগে বলা দুই অভিনেতা ছাড়াও পার্থ দে-র দিদি ‘দেবযানী’র ভূমিকায় অভিনয় করেছেন জয়শ্রী দাশগুপ্ত। সদ্য মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল লোকনাথ, অময় দু’জনের সঙ্গেই। প্রথম অভিনেতার দাবি, ‘‘একা পার্থ দে নন, আমরা সবাই কমবেশি মানসিক সমস্যায় ভুগি।’’ অময়ের অনুভূতি অন্যরকম। তাঁর মতে, ‘‘সিরিজটা দেখার পরে পার্থ দে-র জন্য সবার মায়া হবে।’’

লোকনাথ কঙ্কাল-কাণ্ডের অন্যতম অভিযুক্তের দুটো অবস্থা ফুটিয়ে তুলেছেন। আগে পার্থ দে যখন সুস্থ ছিলেন। এবং অসুস্থতার পর আবার যখন সুস্থ হয়ে ওঠেন। অময় তাঁর অসুস্থার সময় নিজের মধ্যে ধারণ করেছেন। কী ভাবে তাঁরা ক্যামেরার সামনে ‘পার্থ দে’ হয়ে উঠেছেন? লোকনাথের কথায়, ‘‘আমার কাছে এটাও একটি চরিত্র। তার থেকে বেশি কিছু ছিল না। ফলে, অন্যান্য চরিত্রদের ক্ষেত্রে যেমন করি সেটাই করেছি। পরিচালকের থেকে আগে তাঁর চাওয়া বুঝে নিয়েছি। দাদা টেকনিক্যালি, ক্লিনিক্যাল দিক থেকে অনেকটাই ধরিয়ে দিয়েছেন। তারপর নিজে পড়াশোনা করেছি। চরিত্রটা খুঁটিয়ে বোঝার চেষ্টা করেছি। তারপর ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়েছি।’’ কমলেশ্বর তাঁকে এই চরিত্রে বাছার পরে আয়নার সামনে দাঁড়িয়ে নাকি একটু থমকে গিয়েছিলেন অভিনেতা। লোকনাথের মনেও দ্বন্দ্ব তৈরি হয়েছিল, মিল আছে নাকি আদৌ? তারপরেই রসিকতা, তাঁদের দু’জনের পদবিও এক, দে! কঙ্কাল কাণ্ডের অভিযুক্তকে নিয়ে কৌতূহল অনন্ত। আদতে পার্থ দে কেমন? লোকনাথের মতে, ‘‘খুব জটিল। চরিত্রে প্রচুর স্তর। তাঁর আধ্যাত্মিকতা, মানসিক সমস্যা, পারিবারিক পরিস্থিতি, সম্পত্তি নিয়ে টানাপোড়েন— ইত্যাদি নানা দিক রয়েছে। ফলে, তাঁর কাণ্ডকারখানা নিয়ে আজও প্রচুর ধোঁয়াশা।’’ 



এই জায়গা থেকেই অভিনেতার দাবি, এর আগেও সাইকোলজিক্যাল চরিত্র করেছেন তিনি। কিন্তু এই চরিত্র মস্তিষ্কে রীতিমতো চাপ এবং ছাপ ফেলেছিল। যার আরও একটি কারণ, এই সিরিজে অভিনেতাদের মুখে একটিও সংলাপ নেই। মনের উপরে কতটা চাপ ফেলেছিল? প্রশ্নের জবাবে তাঁর দাবি, ‘‘দেখুন, আমি অভিনেতা। নানা চরিত্রে আমায় ঢুকতে বেরোতে হয়। তাই কোনও চরিত্রই আমি বহন করে চলি না। তবে ‘পার্থ দে’ হওয়ার পরে এটা বুঝতে পেরেছি, আমরা কমবেশি সবাই কিছু না কিছু মানসিক সমস্যায় ভুগি।’’

লোকনাথ যদি চরিত্র হয়ে ওঠার আগের মুহূর্ত থেকে রবিনসন স্ট্রিট কাণ্ডের সঙ্গে জড়িত অময় তার বহু আগে। তিনি এই সিরিজের অন্যতম গবেষক। তাঁর কথায়, ‘‘ওই বাড়িতে যাতায়াত, পড়শি, পরিবারের বাকিদের সঙ্গে কথা, প্রশাসন, মনোবিদদের সঙ্গে সুদীর্ঘ আলোচনার সময় থেকেই আমার ‘পার্থ দে’ হয়ে ওঠার যাত্রা শুরু। আমি ওঁর অসুস্থ অবস্থা ফুটিয়ে তুলেছি।’’ ৩ নং রবিনসন স্ট্রিট বাড়িটা কেমন? অময়ের চোখ দিয়ে দেখলে, বেশ অন্য রকম। বাড়ির নকসা অন্যান্য বাড়ির নকসার মতো ততটাও সহজ নয়। যেমন, যে ঘরে দিদি এবং দুটো কুকুরের কঙ্কাল ছিল সেই ঘরটি অন্যান্য ঘরের থেকে অনেকটা দূরে। আর পার্থ দে? অভিনেতার দাবি, ‘‘ভীষণ বুদ্ধিদীপ্ত। প্রচণ্ড জ্ঞানী। তারপরেও হেরে যাওয়া একটা মানুষ। পরিবার মাতৃতান্ত্রিক। মায়ের গভীর প্রভাব ছিল প্রত্যেকের উপরে। কোনও দিন তাঁর ছেলে এবং মেয়েকে একসঙ্গে মিলেমিশে বড় হতে দেননি। পাছে তাঁদের মধ্যে কোনও দৈহিক সম্পর্ক গড়ে ওঠে! খুব দমচাপা পরিবেশ এবং মায়ের অতিরিক্ত শাসনে বড় হয়েছে। ফলে, পার্থর অবচেতনে সেই ছাপ রয়েই গিয়েছে।’’ তাঁকে ছোট থেকে ক্রমাগত বোঝানো হয়েছিল, যৌনতা পাপের সামিল। তাই একটা সময়ের পর তিনি নাকি পুরুষত্বহীনতায় ভুগেছিলেন! 

এরকম নানা স্তর ফুটিয়ে তোলা সহজ নয়। অময় কী করে এত ভারী একটা চরিত্র দিনের পর দিন বহন করেছেন?



অভিনেতার মতে, মোট ১২ দিনের অভিনয়। দিন চারেকের একটা শুট ছিল। সেটি পার্থর খুবই মানসিক অসুস্থ অবস্থার দৃশ্য। সেই দৃশ্য ফুটিয়ে তুলতে গিয়ে তিনি ওই ক’টি দিন অনেক লোকের ভিড়েও একা হয়ে গিয়েছিলেন! কিন্তু কোনও ভাবেই পার্থ দে-কে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করাতে পারেননি। বরং মায়া পড়ে গিয়েছে তাঁর প্রতি। অময়ের উপলব্ধি, ‘‘একটা মানুষ পরিস্থিতির শিকার। ভুল অভিভাবকত্বের শিকার। যা তাঁকে অন্যরকম হয়ে উঠতে বাধ্য করেছে। সিরিজ দেখার পর আমার মতোই দর্শকদের অনুভূতি তৈরি হবে।’’ তারপরেও তিনি কয়েক বার রবিনসন স্ট্রিটের বাড়িতে গিয়েছেন। সন্ধে নামলেই সেটি পোড়ো বাড়ি। গা ছমছম করে। পড়শিরা ছায়াও মাড়াতে চান না। বাড়িটি বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু সম্পূর্ণ ভাবে কঙ্কালকাণ্ড থেকে মুক্তি পেয়েছে কি? উত্তর লুকিয়ে সিরিজে।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

Breaking: তথাগতর বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রৌনক! কী হবে এই সম্পর্কের পরিণতি?...

গোয়াতে গ্রেফতার জানি মাস্টার, তামান্নার 'আজ কি রাত'র নৃত্য পরিচালকের বিরুদ্ধে কী অভিযোগ?...

দিনদুপুরে সেলিম খানকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের! ঘোমটার আড়ালে 'স্ত্রী'-এর চরিত্রে ছিলেন কোন অভিনেত্রী...

সমাজমাধ্যমে এ কী 'নোংরা' ভুল করলেন অমিতাভ বচ্চন! জানতে পেরেই প্রায় হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা ...

জলের তলায় ডুব থেকে নৌকাভ্রমণ, কলকাতার কোলাহল থেকে দূরে ছেলের সঙ্গে অলস দুপুরে হইচই প্রিয়াঙ্কার...

হৃদয়ের ক্যালেন্ডারে 'শ্রাবণ' চিরস্থায়ী, তাই আশ্বিনে আসছে 'দেখেছি তোমাকে শ্রাবণে'...

'দুই শালিক'-এ নয়া অবতারে ফিরলেন সায়ন, বড় চমক নিয়ে হাজির 'যমুনা ঢাকি' খ্যাত চাঁদনি ...

আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন বলিউড তারকারা? বিস্ফোরক দাবি অনন্যা পাণ্ডের...

কোনও সন্তানের মা কেন হননি শাবানা আজমি? নেপথ্যের আসল কারণ প্রথমবার ফাঁস বর্ষীয়ান অভিনেত্রীর...

'সিংহম এগেইন' পিছোনোর কাতর অনুরোধ কার্তিকের, মন কি গললো অজয় দেবগণ-রোহিত শেঠির?...

বিচ্ছেদের বছর ঘুরতেই বড় ঘোষণা সোশ্যাল মিডিয়ায়! কোন ভালবাসায় বাঁধা পড়লেন পরীমণি?...

অভিনয় জীবনে ২৫ বছর পার করতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে করিনা! কী হতে চলেছে অভিনেত্রীর সঙ্গে?...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

বলিউডের প্রায় সব ছবি কেন ব্যর্থ হচ্ছে? চমকে ওঠার মতো কারণ খুঁজে বের করলেন সঞ্জয় গুপ্তা! ...



সোশ্যাল মিডিয়া



03 24